পরিবর্তন

বাদল দিনে
অঝোর ঝড়ে বৃষ্টি
বরষা আছড়ে পরে ঘরের
উড়ছিল পাতা
ছিল না আলো
আমি ছাতের ঘরে
তুমি ছিলে আমার ছাতের ঘরে
আমি তখন দশম শ্রেণি
তুমি নবম পঞ্চদশী
সর্বনাশী বয়স তখন তোমার
কোনোকিছুই পাপ হয়নি মনে

আমার ছেলে এখন দশম শ্রেণি
তোমার মেয়ে নবম পঞ্চদশী
গল্প করে ছাতের রেলিং ধরে
ওদের বয়স সর্বনাশী


ছাতের ঘরে আমি দিয়েছি তালা
ছাতের আলো সারাটাক্ষন জ্বালা
আমার ছেলে বিকেল বেলা ছাতে
তুমি ওঠো মেয়ের পিছুপিছু
বস ছাতে মাদুর খানা পেতে

পারিনা কেন শপৎ নিতে আজ
না পেরোতে ছাদের চৌকাঠ
খুলতে ছাতের ঘরের তালা
বন্ধ হোক ছাতের আলো জ্বালা
মনের সুখে গল্প করুক ওরা
আকাশ দেখুক ওদের ভালবাসা
পাপকে ওরা জয় করতে শিখুক

Comments

Popular posts from this blog

ছেলেবেলা

আমার গ্রাম

অমানুষ