Posts

ছেলেবেলা

ছেলেবেলা অনেক দিন কিছু লেখা হয়নি । আসলে গত কয়েকটা মাস দাঁতের ব্যথা বড্ড বেশি ছিল । কোন কিছুই সহজ ছিলা না । যাইহোক অনেক খড়কুটো পুড়িয়ে একটু সামাল দেওয়া গেল । আপাতত ব্যথাটা একটু কম । এর মধ্যেই অবশ্য কয়েক লাইনের একটা কবিতা লিখেছিলাম কিন্তু গল্প লেখা হয়নি। গত কয়েকদিন থেকে মনে হচ্ছে ছেলেবেলায় কত ঘটনা ই তো ঘটে । সে গুলো নিয়েও অনেক মজার গল্প হয় । তাই এই প্রচেষ্টা । আবার লিখতে বসা । ছোট বেলার অনেক আনন্দের স্মৃতি বিজড়িত সেই দিনগুলোকে আমরা কেউই ভুলে যাই না ৷ ঘুরে ফিরে বারবারই আমাদের তা মনে পড়ে ৷ আমরা ফিরে যাই সোনালী সেই দিনগুলোতে ৷ ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া সেই দিনগুলিকে ৷ কিন্তু সে তো সম্ভব হয় না । দিন এগিয়ে চলে । সময় হাড়িয়ে যায় । অতীত কে কখনো ফিরে পাওয়া যায় না । কিন্তু স্মৃতিকে কল্পনায় নিয়ে আসা যায় । গল্পের মাধ্যমে প্রিয়জনদের সাথে উপভোগ করা যায়। এটাও এক ফিরে পাওয়া । হারিয়ে যাওয়া যায় আমাদের দুরন্ত শৈশবে এবং ছেলেবেলায় ৷ আমার বয়স তখন ৯ যদিও তখন ঘটা করে কারো জন্মদিন হত না । সঠিক বয়স জানার প্রয়োজন ও ছিল না । আমার ডেট অব বার্থ প্রথম প্রয়োজন হয় জয়েন্ট পরীক্ষার ফর্ম ভর্তি করার সময় । ঘটনাটা ভীষণ ভাবে…

এক টুকরো গল্প

একটুকরোগল্প
2/6/2016
আমারজীবনেবিভিন্নঅভিজ্ঞতাআছে।একদিনহঠাৎমনেহলসেইঅভিজ্ঞতাগুলোকেওগল্পেরমতবলাযায়।সেইপ্রচেষ্টাইকরছি।দেখিহয়কিনা।
১৯৮২সাল।মাসটাঠিকমনেনাইতবেশীতকালএটামনেআছেকাড়নবেশঠাণ্ডা