বদাগিরি
বদা গিরি আমাদের লেগস বঙ্গীয় পরিসদের স্থায়ী সেনাপতি চণ্ডী । সে আমার থেকে বয়সে অনেক ছোটো কিন্তু একজন মানুষ হিসাবে সে আমার খুব প্রিয় । বার দুয়েক সে বলেছে এবার আমাদের বাৎসরিক ম্যাগাজিনে কিছু লেখার জন্য । কিন্তু নতুন লেখা আপাতত নাই । পৌষালীর মতে বদা - গিরি গল্পটা দেওয়া যায় । সেটাই ঠিক করলাম ও ঐ লেখাটাই আর একটু গুছিয়ে লিখতে বসলাম । সর্বপ্রথম সকল কে জানাই শুভ - বিজয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । আশাকরি সবাই ভালো আছেন ও ভাল থাকবেন । সময়টা ছিল গত জুলাই মাস । চারদিকে ই - বোলা নিয়ে আতঙ্ক । সকলেই শুধু অফিস আর বাড়িতে সীমাবদ্ধ । লেগসে যাদের এক অন্যতম কাজ ড্রাইভার ও গাড়ি নিয়ে সারাদিন ঘুরে বেড়ানো তারাও শুনেছি ইদানীং ঘড় ও অফিসের বাইরে পা রাখছে না । সব রেস্টুরেন্ট মালিকের মাথায় হাত । খদ্দের নাই । এক কথায় লেগসে সবাই ভিরমি খাচ্ছে ই - বোলা নিয়ে । আমিও সকলের সাথে সমান তালে লাফিয়ে চলেছি তবে আমার কারণটা সকলের থেকে একটু ভিন্ন । চ...